শুক্রবার, ৫ মার্চ, ২০১০

বুকের মাটি

মানব জমিন
মোহাম্মদ সোহরাব আজিজ
৪ঠা নভেম্বর,২০০৯।
নিউ ইয়র্ক।


বুকের মাটি

জমিনে আগাছার দাপট প্রবল
সবুজ ফড়িংগুলি লাফালাফি করে দ্রুত
বড়ই প্রতিক্রিয়াশীল গোষ্ঠীবদ্ধ প্রাণী।
নিজের আখের গোছাতে গ্রাস করে পরের মুখের আহার
এরপর ও আমি নই হতাশ
আমার জমিন বড়ই উর্বর
আমি মুছে ফেলবো কঠিন হাতে আবার পরগাছা
ধান্দাবাজের তান্ডব গুটিয়ে দিতে কাতারে কাতার মানব জমিনের পীরগাছা।

জমিন একদিন প্রশ্ন করবে তোমায় এতই দম্ভ ছিলো পায়ের
কঠিন পদাঘাতে খতবিক্ষত করেছিলে আমার বুক
কি সুখ পেলে তুমি দিয়ে আমায় দুঃখ?
জমিনের নিচে তুমি এখন
বুকে নিয়ে টন টন মাটি
পারলে সরাও মাটির বোঝা
পারবেনা আর কেঁদে কেঁদে দিবারাতি।

বাংলার মাটিকে অতি বেশি ভালোবাসতেন তিনি,
দিনেরাতে বাংলা বর্ণমালা মাথার ভেতরে কিলবিল করতো তার,
তাই জমিন শস্য গাছপালা,নদীনালা মগজের জানালায় উকি দেয় বেলা অবেলায়।
মুক্তিকামী মানুষকে নিয়ে চেতনার করিডোরে আঁকেন মানচিত্র,
জমিনের সীমানা আর নৈতিক অধিকারের নীতিযুদ্ধঃ
‘মানুষের মুক্তি চাই,মুক্তি চাই,শোষনের অবসান চাই।‘