শনিবার, ১৬ জুলাই, ২০১১

নোয়াখাইল্লা রাজার নীতি / Noakhailla Rajar Niti

নোয়াখাইল্লা রাজার নীতি
১ আমার নাম মিয়া হাজী ওবাইদেল
আমি মানুষের মাথায় ভাংগি কটবেল
দেখ মিয়ারা দেখ এবার আমার খেল,
নেতার উপরে নেতাগিরি করার ফলাফল,
আমার মাথায় আছে বিরাট আক্কেল,
আমি যে যতসব গন্ডগোলের মুল।
আমার কাজে পাইবা ভুল
কথায় নাই কোন মিল।
মদ খাইনা মাগার জুয়া খেলি 
হারিলে কান্দি জিতিলে হাসি খিলখিল।
আমার গালে দাড়ি মাথা খালি,
আমার বাড়ি তো রয়েল ডিস্ট্রিক নোয়াখালি।

মিয়া সাবের ওয়াদা ছিলো ফেরত দিবে জমির দলিল 
দরকার নাই কারো মোক্তার উকিল,
বেটায় কয় না কথা হক
আস্ত একটা মেনাফেক,
বছরের পর বছর কাটে নেতাগিরির কেক।
নেতারা দুই ভাগে বিভক্ত
জনতা পারটি এক।
আল্লার বান্দারা যেন নেক!

ইমান উকিল
আহা।  মিয়া হাজী ওবাইদেল,
আই জানি তারে ভেরি ওয়েল,
বড় কঠিন বেটার দিল,
রাজ্যে চালায় বেবাক গরমিল।