সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০০৯
আজিজনগরের পাহাড়ী ঢ়ল
আমার কবিতার কালরাত
আজিজনগরের পাহাড়ী ঢ়ল
মোহাম্মদ সোহরাব আজিজ
পাহাড়ী ঢ়লের পানি ধ্বংস করে ঘরবাড়ী,গবাদিপশু,হাস-মুরগী।
পানির স্রোতে ভেসে গেছে হরিণমারা,তেলুনিয়াপাড়া,স্বন্দীপপাড়া
গজালিয়া,বউতলাপাড়া,হরিণের মত শিকার গোটা ছয় মানব মানবী
শত বছরের গোলজাহার বেগম,আজিজনগরের জাহাঙ্গীর।
তেলুনিয়াপাড়ার লোহাগড়া আবার বাবার কুলখানিতে বাড়ায় মড়া,
চুনতি লাশ হয়ে ফেরে স্বামীর বাড়ী।
আজিজনগরের প্রবল বর্ষনে লামায় পাহাড় ধ্বসে,
মুষলধারের বৃষ্টিতে পাহাড়ী ঢ়ালের ঝুপড়িঘর তুপড়ি খেয়ে পড়ে।
শোকের ছায়া আর স্বজনহারানোর আহাজারী,
বিষন্ন বাতাস লাশের গন্ধে ভারী।
দমবাজ নির্বিচারে পাহাড় কাটে,পাথর তোলে,উজার করে বন,
ফাঁসিয়াখালী,রুপসীপাড়া আর সরই পানিতে নিমজ্জিত,নিরীহ মানুষ পানিবন্দী।
আমার কবিতার কালরাত ২
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন (Atom)
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন